শুক্রবার ● ১১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ছিনতাইকারীর এলোপাতাড়ি কোপে আহত শিক্ষক পঙ্গু হাসপাতালে : আটক-১
ছিনতাইকারীর এলোপাতাড়ি কোপে আহত শিক্ষক পঙ্গু হাসপাতালে : আটক-১
ময়মনসিংহ অফিস :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) ময়মনসিংহে নগরীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে মো. মোবারক মোর্শেদ মিল্কী (৪০) নামে এক শিক্ষককে ছিনতাইকারীরা এলোপাতাড়ি কোপালে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মমেক হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। নগরীর জিলা স্কুলের গণিত বিভাগের শিক্ষক মিল্কী পরিবার নিয়ে শহরের শান্তিপাড়া নয়নমণি মার্কেট এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলায়।
আজ শুক্রবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে সানকিপাড়া এলাকার এস এ সরকার রোডে নয়নমনি মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে অজ্ঞাত এক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ওই শিক্ষকের স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (১০ মে) মধ্যরাত ২ টার দিকে নগরীর টাউন হল অ্যাড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক আয়োজিত বড় পর্দায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠান দেখার জন্য ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষক মোঃ মোবারক মোর্শেদ মিল্কী সেখানে আসেন। এরপর অনুষ্ঠান শেষে ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে নিজ এলাকায় ছিনতাইকারীরা পথরোধ করে তাকে ধারালো দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার সঙ্গে সাথে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেয়।
পরে তার চিৎকারে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ভর্তি করেন। এরপর চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় মমেক হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, ওই শিক্ষকের ডান হাত ও পায়ের রগ কেটে গেছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সকালে অজ্ঞাত এক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। একইসাথে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।