শুক্রবার ● ১১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত-১
সিলেটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত-১
সিলেট প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি.) আজ শুক্রবার (১১ মে) সিলেটের কানাইঘাট উপজেলায় গোসাইনপুর জামে মসজিদে রমজান মাসের জন্য তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. আলী (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গোসাইনপুর গ্রামের জামে মসজিদে বাদ জুমআ পবিত্র রমজান মাসকে সামনে রেখে হাফিজ নিয়োগ নিয়ে কথাকাটির একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে মোহাম্মদ আলী (৬০) গুরুতর আহত হলে স্বজনরা ও স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আলী কানাইঘাট পৌরসভার গোসাইনপুর গ্রামের মৃত জোয়াদ আলীর পুত্র। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের না করা হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।