শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পৃষ্ঠপোষকতা করবে : নব বিক্রম কিশোর ত্রিপুরা
চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পৃষ্ঠপোষকতা করবে : নব বিক্রম কিশোর ত্রিপুরা
ষ্টাফ রিপোর্টার :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৭মি.) চারুকলা একাডেমী নাচ গান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করার উদ্যোগ নিলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পৃষ্ঠপোষকতা করবে বলে আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
এছাড়া রাঙামাটি চারুকলা একাডেমীর সার্বিক উন্নয়ন ও এর ঐতিহ্য ধারাবাহিক রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে বলেন তিনি।
আজ ১১ মে শুক্রবার রাঙামাটি চারুকলা পরিদর্শন ও শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষন করে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ আশ্বাস দেন। সকাল সাড়ে ৯ টায় চেয়ারম্যান পৌঁছলে রাঙামাটি চারুকলা একাডেমীর ছাত্রছাত্রীরা চেয়ারম্যানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে চেয়ারম্যান ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ ঘুরে দেখেন। শ্রেণী কক্ষ পর্যবেক্ষণ শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।
তিনি পার্বত্য এলাকায় চিত্র শিল্প বিকাশে গুণী শিল্পী চুনী লাল দেওয়ানের অবদানের কথা স্মরণ করেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে চেয়ারম্যান বলেন, যেখান থেকে হাতেখড়ি সেখানের কথা ভুলে যেওনা।
এসময় রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা চারুকলা একাডেমীর নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ, হলরুম টাইলসকরণ, একাডেমীক ভবন উন্নয়ন, আসবাবপত্র এবং একাডেমীর সীমানা প্রাচীর নির্মানের সহযোগিতা চান ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সহযোগীতার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ব্যক্তি উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠান সরকারী সহযোগিতার সুবিধার্থে রাঙামাটি চারুকলা একাডেমী পরিচালনার জন্য ট্রাষ্টি বোর্ড গঠনের পরামর্শ দেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান রাঙামাটি চারুকলা একাডেমীর পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি’কে রাঙামাটি চারুকলা একাডেমীর প্রতিষ্ঠা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা নিজের আঁকা একটি ছবি উপহার দেন।
এসময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য,বোর্ডের মিশ্র ফলজ চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রাঙামাটি চারুকলা একাডেমীর শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।