শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ক্ষমতাসীন সরকারের অধিনেই নির্বাচন অনুষ্টিত হবে : শিল্পমন্ত্রী
ক্ষমতাসীন সরকারের অধিনেই নির্বাচন অনুষ্টিত হবে : শিল্পমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২১মি.) আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একটি দল নির্বাচন পদ্ধতি পরিবর্তনের লক্ষে মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন আমেরিকা, বৃটেন, রাশিয়া, ভারতের মতই ক্ষমতাসীন সরকারের অধিনেই এদেশে নির্বাচন অনুষ্টিত হবে। ঐসব দেশেও নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবিতে বিভিন্ন সময় সহিংস আন্দোলন হয়েছে উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন রাখেন এর ফলে কি ঐসব দেশের সংবিধান কিম্বা নির্বাচন পদ্ধতির পরিবর্তন করা হয়েছে ? তিনি বলেন সহিংস আন্দোলন করে কোন লাভ নেই সব দেশেই ক্ষমতাসীন সরকারের অধিনেই নির্বাচন হয়।
মন্ত্রী আজ শনিবার দুপুরে ডেমোক্রেসি ওয়াচ আয়োজিত ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পরে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের গনতন্ত্র রক্ষার শপথ বাক্য পাঠ করান।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী সাধারন সম্পাদক অ্যাড. খান সাইফুল্লা পনীর ও ডেমোক্রেসি ওয়াচ এর বরিশাল বিভাগীয় সমস্বয়কারি দিপু হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।