![রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের তদারকি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/7500-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো
রাউজানে মনোমুগ্ধকর সাইকেল স্টান্ট শো
রাউজান প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৪মি.) রাউজানে মনোগ্ধকর সাইকেল স্টান্ট শোর আয়োজন করেছে ‘রাউজান স্টান্ট বাইপারজ’। আজ ১২-মে শনিবার রাউজান উপজেলা চত্ত্বরে রাউজান স্টান্ট বাইপারজের সদস্যরাসহ প্রায় ৪০ জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
রাউজান পৌরসভার প্যানেল মেয়র (২) ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, খাতিজাতুল আনোয়ার সানি ও বশির উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন লায়ন সাহাবুদ্দিন আরিফ, আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ম্যালকম চক্রবর্তী, সরোয়ার্দী সিকদার, তপন দে, আহসান হাবীব চৌধুরী হাসান, যুবলীগ নেতা আবু ছালেক ও নাজিম উদ্দিন প্রমূখ।
হাজারো দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা হুইলি, রোলিং, সারফিং, সাইক্লোন, ব্রাদারহুড, হেড স্টান্ট, কোমডো সার্কেল কিউর ১৫টি কিউ পরিবেশ করেন। স্টান্ট শোর পর অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়