শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সড়ক মেরামত ও নব-নির্মিত সেতু’র উদ্বোধন করলেন ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথে সড়ক মেরামত ও নব-নির্মিত সেতু’র উদ্বোধন করলেন ইয়াহইয়া চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গরীব মানুষের দল। আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছিলেন ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। সেই চিন্তাধারা থেকে জাতীয় পার্টি অবহেলিত গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তনে বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না আর আওয়ামী লীগের কে প্রার্থী হবে তার নিশ্চয়তা নেই। কিন্ত লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। অনেকেই প্রতিশ্রুতি দিয়ে এমপি নির্বাচিত হন। কিন্ত আমি আপনাদের কাছে উন্নয়ন নিয়ে এসেছি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনারা আমার কর্মের মূল্যায়ন করবেন এটাই আমার প্রত্যাশা।
তিনি আজ ১২-মে শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ৪৮লাখ টাকা ব্যয়ে আরএইচডি নকিখালী সিংগেরকাছ জিসি ভায়া দৌলতপুর ইউপি সড়ক মেরামত কাজ ও ৪২লাখ ব্যয়ে আজিজনগর-রামচন্দ্রপুর রাস্তায় পাঁচলা খালের উপর নব-নির্মিত সেতুর শুভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া ও নাছির উদ্দিন মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল, শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, শামিম আহমদ মেম্বার,উপজেলা যুবসংহতির সদস্য সচিব গোলাম জবদানী ও যুবসংহতি নেতা আসাদ উদ্দিন প্রমুখ।