শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় কালার স্টারের উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ
রাঙ্গুনিয়ায় কালার স্টারের উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। এটি শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি নয়, সাধারণ মানুষের কর্মসূচি। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। গ্রামীণ জনপদের মানুষও ইতোমধ্যেই এই কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে। রাঙ্গুনিয়ার মতো জনপদে কালার স্টার ডিজিটাল হাউস প্রতিষ্টা হওয়া মানে দেশের মানুষের চাহিদা ও প্রাপ্তি অনেক দুর এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।এই কর্মসূচি প্রথম যখন ঘোষণা করা হয়েছিল, তখন তা নিয়ে কেউ কেউ হাসি-তামাশা করেছিল। কিন্তু সাধারণ জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি এগিয়ে নিয়ে গেছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উন্নয়নের এই যুগে সমাজের মানুষের চাহিদা মাথায় রেখে তা বাস্তবায়ন করতে হবে। তথ্য সংরক্ষণ, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আসবে। শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয়ের পর এবার আকাশ জয় হয়েছে। আজ ১২ মে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগানে আল ইমারত কমপ্লেক্সে কালার স্টার ডিজিটাল হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এমপি একথা বলেন। কালার স্টার ডিজিটাল হাউসের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আকবর শাহ থানার ওসি মো. আলমগীর, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খাঁন, জসিম উদ্দিন তালুকদার, আবু তাহের, কৃষকলীগ সাধারণ সম্পাদক আইয়ুব রানা, যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সহসভাপতি বিকে লিটন চৌধুরী, ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুচ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, শওকত হোসেন সেতু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারন সম্পাদক মো. দিদার, লিচু বাগান ব্যবসায়ী নেতা মো. হারুন সওদাগর, মো. মঈন উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।