মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » মহাসড়কে চাঁদাবাজী দেখলেই গ্রেফতার ……স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
মহাসড়কে চাঁদাবাজী দেখলেই গ্রেফতার ……স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
রাজগঞ্জ প্রতিনিধি :: ২২ সেপ্টেম্বর : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে আওযামীলীগের প্রেসিডিয়াম সদস্য,১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,মহাসড়কে চাঁদাবাজী দেখলেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে ৷ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর ট্রাক ও ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনে কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না ৷ এ সময় তিনি পবিত্র ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে কড়া নির্দেশ দেন ৷
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা গুলো বলেন ৷
মন্ত্রী মহাসড়কে দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, প্রতি বছর ঈদে যানবাহনের ব্যাপক চাপ থাকে৷ এতে সড়ক দুর্ঘটনা বেড়ে যায় ৷ সম্প্রতি মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চারটি স্থানে ডিভাইডার নির্মাণ করায় দুর্ঘটনা অনেকটাই কমেছে ৷ এ জন্য তিনি সড়ক পরিবহন মন্ত্রীসহ সংশিস্নষ্ট সকলের প্রশংসা করেন৷ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম,ম আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ,বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের আবাসিক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আ.লীগ নেতা এ্যাড.সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন ৷ আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৪৬ মিঃ