রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে বিদেশি পিস্তল গুলিসহ দুই ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ময়মনসিংহে বিদেশি পিস্তল গুলিসহ দুই ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) ময়মনসিংহে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন,২ রাউন্ড গুলিসহ মো. আলো মিয়া (২৮) ও মনোয়ার হোসেন অন্তুর (২৫) নামে নগরীর চিহিৃত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মো. আলো মিয়া নগরির কাচিঝুলি এলাকার রুপু মিয়ার ছেলে এবং মো. মনোয়ার হোসেন অন্তুর একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।
আজ ১৩ মে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরির কাচিঝুলি মোড়ের রূপালী ব্যাংকের সামনে থেকে পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, এস আই ফারুক আহম্মেদ, এস আই আক্রাম ও এস আই পরিমল চন্দ্র্র দাসসহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একদল সদস্যরা তাদের গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে নগরীর কাচিঝুলি এলাকার রূপালী ব্যাংকের সামনে দাড়িয়ে থাকা দুই যুবককে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়। এ সময় গ্রেফতারকৃত আলোর দেহ তল্লাশি করে প্যান্টে গোজানো অবস্থায় একটি বিদেশী পিস্তল ও অন্তুর লুঙ্গির প্যাচ থেকে দু’টি গুলি ভরা একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাদের ডিবি পুলিশ অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আলো মিয়া একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি এবং অন্তুর নামেও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ওই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ক)(চ) ধারায় একটি মামলা দায়ের করেছে আরও জানান ডিবি ওসি।