মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪ : আহত-৩
মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪ : আহত-৩
ময়মনসিংহ অফিস :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় বিপরীতমূখী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চার অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ১৫ মে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন : জালাল উদ্দিন (৩৮), মোস্তাফিজুর রহমান (৪৫), অজ্ঞাতপরিচয় (৫০) ও অন্যজনের পরিচয় পাওয়া জায়নি।
স্থানীয় সূত্রে জানাযায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে অটোরিকশাটি মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।