মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ
রাঙামাটিতে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ
ক্রীড়া প্রতিবেদক :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে গত ১৩ মার্চ থেকে এপ্রিল ৬ তারিখ পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত এক মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ কর্মসূচী গতকাল ১৪ মে সোমবার বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীদেরকে আনুষ্ঠানিকভাকে সনদপত্র ও খেলার জার্সিসেট বিতরণী মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সনদপত্র ও জার্সিসেট বিতরন করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন।
মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণে স্থানীয় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০(ত্রিশ) জন ফুটবল প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে সফলতার সহিত সনদপত্র প্রাপ্ত হয়েছেন। প্রশিক্ষণ প্রদান করেছেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পঞ্চম কর্মকার (বিপিএড)।