মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া ইউপি’র উপ নির্বাচন সম্পন্ন : বাবু পালিত জয়ী
বেতবুনিয়া ইউপি’র উপ নির্বাচন সম্পন্ন : বাবু পালিত জয়ী
কাউখালী প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ১নং মডেল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নির্বাচন উপলক্ষে উপ নির্বাচন আজ মঙ্গলবার বেতবুনিয়া নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, সদ্য প্রয়াত ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি (সদস্য) মুক্তিযোদ্ধা মিলন কান্তি পালিত মারা গেলে সদস্য পদটি শুন্য হয়। এই শুন্য পদে (সদস্য) একই ওয়ার্ডের ৬জন (পুরুষ) সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহন করেন। তারা হলেন মো. আবছার (বৈদ্যুতিক পাখা), মো. আমির হোসেন (ভ্যান গাড়ি), মো. ছগির জমাদ্দার (ফুটবল), মো. জাকির হোসেন ( মোরগ),
বাবু পালিত (টিউবওয়েল), মো. মিয়া (তালা), মো. রফিকুল ইসলাম (আপেল) মার্কায় প্রতিবদ্বন্ধিতা করেন বলে জানা যায়। তার মধ্যে বাবু পালিত (টিউবওয়েল) ২৬১ ভোট পেয়ে ৭নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিবদ্বন্ধি ছিলেন মো. ছগির জমাদ্দর (ফুটবল) ২০৭ ভোট। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোট নেওয়া সম্পন্ন হয় বলে জানান নির্বাচন রিটার্নিং অফিসার কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী। প্রিজাইডিং অফিসার হিসাবে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রিয়তোষ কান্তি দে। নির্বাচন কালীন মোবাইল কোর্টে পরিচালনার দায়িত্বে ছিলেন রাঙামাটি জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।
ভোট চলাকালীন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার এ,এম, জহিরুল হায়াত। কাউখারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ও ১নং বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার।
ভোট কেন্দ্রে সার্বিক আইন শৃংখলায় দায়িত্ব পালন করেন কাউখালী থানা পুলিশ,বেতবুনিয়া পুলিশ ফাড়িঁর পুলিশ সদস্য এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য-সদস্য বৃন্দরা।