বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে লার্ণিং পয়েন্টের সার্টিফিকেট প্রদান
বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে লার্ণিং পয়েন্টের সার্টিফিকেট প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) বিশ্বনাথ শহরে লার্ণিং পয়েন্ট ক্যাম্পাসে আই.এল.টি.এস, লাইফ স্কিলস পরীক্ষায় উত্তীর্ন শতাধিক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্টান আজ বুধবার (১৬ মে) অনুষ্টিত হয়েছে।
লার্ণিং পয়েন্টের পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান এবং বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তন প্রভাষক মো. মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তাঁর বক্তব্যে বলেছেন, আমাদের শিক্ষা এগিয়ে যাচ্ছে। শিক্ষাকে আরো এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, মো. মঈন উদ্দিন এর চিন্তা-চেতনায় আজ আমরা অনেকটা এগিয়ে গেছি। এ ধারা অব্যাহত রেখে আমাদের আরো এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড এডমিনিষ্ট্রেশন প্রফেসর ড. মোসাদ্দেক হোসেন চৌধুরী।
তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মনযোগ সহকারে প্রতিদিন নিয়মিত পড়ালেখা করতে হবে। নিজেকে নিজেই প্রস্তুত করতে হয়। নিজেকে নিজে প্রস্তুত না করলে সারা দুনিয়াই পারবেনা কোন শিক্ষার্থীকে তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে।
লার্নিং পয়েন্টের অফিস সহকারী মো. ইলিয়াস আলী’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লানির্ং পয়েন্টের শিক্ষার্থী আবুল এহসান। স্বাগত বক্তব্য রাখেন লার্নিং পয়েন্টের শিক্ষক আব্দুল আলিম সুহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কুদরতে এলাহী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজকর্মী জসিমউদ্দিন জুনেদ, সিতাংশু গুণ, নূরুল ইসলাম, লার্নিং পয়েন্টের শিক্ষার্থী প্রমি গুণ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লার্নিং পয়েন্টের শিক্ষক মো. ছালিক মিয়া, জুবায়ের আহমদ, ফেরদৌস আহমদ, মোমিন আহমদ, বেলায়েত হোসাইন বেলাল, সাবেক এডমিশন অফিসার শিপলু হক ও তালহা সুয়েব বিন-হেলালী প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।