বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে ডাকাত দলের সাথে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
গফরগাঁওয়ে ডাকাত দলের সাথে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ময়মনসিংহ অফিস :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাত দলের সাথে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (২৯) এক ডাকাত নিহত হয়েছেন।
আজ ১৬ মে বুধবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তার আগে মঙ্গলবার (১৫ মে) দিনগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার বারইহাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানায়, মঙ্গলবার (১৫ মে) দিনগত রাত ৩টার দিকে রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় স্থানীয় পাগলা থানার বারইহাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে গাছের গুড়ি ফেলে একদল ডাকাত, পথচারী ও যানবাহনে ডাকাতি করছে, এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ স্থানীয় পাগলা থানাকে জানায়।
পরে জেলা ডিবির ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ সড়কের ব্যারিকেড সরাতে গাড়ি থেকে নামার সময়েই ডাকাতদল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে। এ সময় আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে ডাকাতদল পিছু হাটে। তবে উভয়পক্ষের গুলি বিনিময়কালে অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই পরে থাকে। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি গাছের গুড়ি, চারটি বড় হাসুয়া ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
ডিবির ওসি আশিকুর রহমান ও গফরগাঁও পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, পাগলা থানা পুলিশ দ্রুত গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ডাকাতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।