বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাজার পর্যবেক্ষণে জেলা প্রশাসক
গাজীপুরে বাজার পর্যবেক্ষণে জেলা প্রশাসক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজার পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আজ ১৭ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জয়দেবপুর বাজারের মুদি দোকান, চাউলের আড়ৎ, কাপড়ের দোকান, ফার্মেসি, গুড় বাজার, মাংশের দোকান, কাঁচাবাজার ইত্যাদি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি এসব দোকানের বিভিন্ন মালামাল ও তার মূল্য তালিকা পর্যবেক্ষণ করেন এবং দোকানিদের পণ্যের মূল্যতালিকা টাঙ্গানো, মানসম্মত পণ্য রাখার নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা দোকানিদের পণ্য এবং গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা অর্থাৎ ভোক্তা যে পণ্য কিনবে তা যেন নিদিষ্ট মেয়াদের মধ্যে থাকে। গুণগত মান অক্ষত এবং মাপে যেন সঠিক পরিমানে পায় এ বিষয়গুলো দেখার পাশাপাশি বাজারে যে অবৈধ দখলদার রয়েছে তাদের উচ্ছেদের জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হলো। ফুটপাতে কোনো দোকান আমরা বসতে দেব না। ভোক্তাদের অধিকার যাতে নিশ্চিত হয়, সেটা ধারাবাহিকভাবে মনিটর করতে থাকব। ভোক্তাদের অধিকার পূর্ণভাবে নিশ্চিত করার জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিনি জানান, আজ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গাজীপুরে প্রত্যেক উপজেলায় বড় বাজারগুলোতে পর্যবেক্ষণ কার্যক্রম চলছে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, এনডিসি বি. এম. কুদরত-এ-খুদা, সহকারী কমিশনার কাউসার আহমেদ, বাজার সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ এই অভিযানে অংশগ্রহণ করেন।
বাজার পর্যবেক্ষণ কালে ২টি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।