শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » চাকুরীর প্রলোভন দেখিয়ে ৫লক্ষ টাকা আত্মসাৎ
চাকুরীর প্রলোভন দেখিয়ে ৫লক্ষ টাকা আত্মসাৎ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪৬মি.) সিরাজগঞ্জের সলঙ্গায় পরিবার-পরিকল্পনায় সরকারী চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাৎ কারার পায়তার কারার অভিযোগ উঠেছে। মাসুদ রানা নামের এক যুবক বাদী হয়ে সলঙ্গা থানায় ইনতিয়াজ আহম্মেদদ জিয়া নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত ইনতিয়াজ আহম্মেদ জিয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা খন্দকার পাড়ার মৃত আব্দুল মমিন তালুকদারের ছেলে।
অভিযোগ পত্র উল্লেখ ও মাসুদ রানা জানান, ইনতিয়াজ আহম্মেদ জিয়া আত্মীয় সুবাদে প্রায় ৩ বছর পূর্বে আমাদের বাড়িতে আসিয়া পরিবার পরিকল্পনা দপ্তরে সরকারী চাকুরী দেবার কথা বলে টাকা চায় । জিয়া আত্মীয় হবার কারনে বিশ্বাস করিয়া ধার ও ঋণ করে ৫লক্ষ টাকা চাকুরীর জন্য তাকে দেই। টাকা পাওয়ার এক মাসের মধ্যে চাকুরী দেবার কথা বলে কিন্তু সে চাকুরী দিতে পারে নাই। একাধিক বার সময় নিয়ে চাকুরী দিতে ব্যার্থ হয় তখন আমি তার নিকট টাকা চাইলে সে একাধিকবার টাকা ফেরত দিতে কালক্ষেপন করে। জিয়া টাকা ফেরত না দিলে একাধিক বার সালিশ বৈঠক করে টাকা ফেরত দেওয়ার জন্য সময় নিতে থাকে। এমত অবস্থায় ৬ মে ১১টার দিকে সলঙ্গা থানার ভূইয়াগাতী বাজারে ইনতিয়াজ আহম্মেদ জিয়াকে দেখতে পাই পরে তার নিকট টাকা চাইলে সেসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করার হুমকি দেয় ও টাকা ফেরত দিবেনা বলে জানায়। সে বর্তমানে সিরাজগঞ্জ বসবাস করছে তার বাসায় গিয়েও পাওয়া যায় না।
এব্যাপারে ইনতিয়াজ আহম্মেদ জিয়ার মুঠোফোনে যোগযোগ কার হলে মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম শরিফ জানান, একটি অভিযোগ পত্র পেয়েছি। অভিযুক্তকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।