রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১ অাহত-১
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১ অাহত-১
রাউজান প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) চট্টগ্রামের রাউজানে জীপের (চাঁদের গাড়ি) ধাক্কায় মোস্তাফা কামাল রুবেল (২৮) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। অাজ ২০ মে রবিবার দুপুর ২টায় কুন্ডেশ্বরী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত রুবেল রাউজান ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আহত ওই ব্যক্তির নাম মো. জাহেদ (২৫)। সে একই এলাকার মো. আজিমের পুত্র।
রাউজান হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে রবিবার দুপুরে জীপের (চট্টগ্রাম-ন-১১৩২)’র সাথে অনটেস্ট নতুন টিভিএস মোটর সাইকেলের সংর্ঘষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুলের মৃত্যু হয়।
নিহত রুবেলের বাড়িতে গিয়ে জানা যায়, আড়াই মাস আগে ওমান থেকে বিয়ে করার জন্য দেশে এসেছিল রুবেল। সর্বশেষ গত ৩ দিন আগে নিহত ওমান প্রাবসী রুবেলে সাথে অলিমিয়া হাট আঁধার মানিক এলকার নুরুল ইসলামের কন্যা ফারজানার আকদ অনুষ্ঠান হয়। রবিবার শ্বশুড় বাড়ি থেকে দুধ-পান নিয়ে মেহমানও এসেছেন। কিন্তু রুবেল তার ঘনিষ্ট বন্ধু জাহেদকে নিয়ে বিশেষ কাজে হাটহাজারী যাওয়ার সময় কুন্ডেশ্বরী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুবেল ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়।
আহত মো. জাহেদ বলেন, রুবেল মোটর সাইকেল চালাচ্ছিল, আমি পেছনে ছিলাম। সে দ্রুত গতিতে চালানোর সময় আমি ধীরে চালানোর জন্য বলেছি। কিন্তু সে দ্রুত গতিতে চালাতে থাকে। পরে সমনে থেকে একটি জীপ আসলে সংঘর্ষ হয়। আমি রাস্তার পাশে পড়ে যায়। আর রুবেল সিএনজি টেক্সীর সাথে ধাক্কা খেয়ে মাথার মগজ বের হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ওসি আব্দুল করিম বলেন, ‘মোটরসাইকেল যোগে হাটহাজারী যাওয়ার পথে জীপ ও মোটর সাইকেল সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গহিরার এক হসপিটালে নিয়ে গেলে অশংকাজনক অবস্থা দেখে রুবেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে লাশ রাখা হয়।