সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন মিশ্রিত আম ধ্বংস
রাউজানে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন মিশ্রিত আম ধ্বংস
রাউজান প্রতিনিধি :: রমজানে ইফতার সামগ্রীসহ ভেজাল খাবার ও ফরমালিন মিশ্রিত ফল বিক্রি প্রতিহত করতে অবস্থান নিয়েছেন রাউজান উপজেলা প্রশাসন। ভেজাল মুক্ত খাবার বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করায় ২য় রমজান মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
২০ মে রবিবার অভিযানে রাউজান পাহাড়তলী বাজারে গরুর মাংসের দোকান, মুরগি দোকান, মাছের দোকানসহ ও একটি ফলের দোকান থেকে জরিমানা আদায় করা হয়। পাহাড়তলী বাজারের মকবুল টাওয়ার পাশে মো. মুবিন ষ্টোর থেকে ধ্বংস করা হয়েছে ফরমালিন মিশ্রিত আম।
নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন রেজা বলেন, রবিবার বিকেল থেকে ২ ঘন্টা ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যে ভেজাল ও ফরমালিন যুক্ত অাম, বাসি গরুর মাংসও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে মো. নুরুকে ১০হাজার টাকা জরিমানা, ফরমালিন যুক্ত মাছ বিক্রয়ের ২হাজার টাকা জরিমানা, মুরগীর দোকানে মো. অালমগীরকে ৫টাকা করে জরিমানা অাদায় করা হয়েছে। এসময় ফলের দোকানে আমে ফরমালিন পাওয়ায় ৯০কেজি আম ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনা সময়ে একাধিক দোকান-পাঠ বন্ধ করে চলে যেতে দেখাযায়, এ নিয়ে সাধারণ ক্রেতার মধ্যে এক রকম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
জানায়ায়, রমজান আলীর হাট, কদলপুর বাজার, পাহাড়তলী বাজার, রাউজান পৌর এলাকারসহ মোট ২২ জন ব্যবসায়ীকে এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।