মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে তিন উইকেটে তারা বরিশাল বুলসকে হারায়। ম্যাচে কুমিল্লার লক্ষ্য ছিলো ১৫৭ রান। শেষ ওভারের শেষ বলে তারা লক্ষ্য পূরণ করে। শেষ দিকে অলোক কাপালির দারুণ ব্যাটিংয়ে জিতে যায় তারা। শেষ ওভারে তাদের দরকার ছিলো ১৩ রান। দারুণ দক্ষতায় এ রানের লক্ষ্যটা পূরণ করতে সহায়তা করেন কাপালি। ইমরুলের টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরিও এ জয়ে দারুণ ভূমিকা রেখেছে।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে বরিশাল। টস জিতে তাদেরকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
২০ ওভারে ১৫৬ রান তুলে বরিশাল। ৪৮ রান করে দলের রান চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৪ রান আসে শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে। আগের ম্যাচে ৭৯ রান করা সাব্বির রহমান এ দিন ব্যর্থ হন। ১৯ বলে মাত্র ৯ রান করে বিদায় নেন তিনি।
বরিশালের ওপেনার সেকুগে প্রসন্ন ৩৩ রান করেন। আরেক ওপেনার মেহেদি মারুফের ব্যাট থেকে আসে ১১ রান। সব মিলিয়ে ব্যাটিংটা যথেষ্ট ভালোই হয় রিয়াদের দলের।
বোলিংয়ে কুমিল্লার হয়ে একটি করে উইকেট পান চারজন। পুরো আসরে দুর্দান্ত খেলা আবু হায়দার রনি এ দিন কোনো উইকেট পাননি। একটি উইকেট পেয়েছেন আসহার জাইদি।
কুমিল্লা ও বরিশালের ফাইনাল পর্যন্ত আসায় দুই দলের দুই অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ইনজুরির কারণে মাশরাফি সবগুলো ম্যাচে পুরোপুরি খেলতে পারেননি। তারপরও তার অধিনায়কত্ব ছিলো কুমিল্লার চালিকাশক্তি। পক্ষান্তরে রিয়াদ নেতৃত্বে দিয়েছেন সামনে থেকে। ব্যাট হাতে তিনিই বরিশালের সেরা ব্যাটসম্যান।
সব মিলিয়ে বিপিএলের ফাইনালে উঠেছিলো আসরের সেরা দুই দলই। বিপিএলে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিতি ছিলো ফাইনালেই। টি-টোয়েন্টি ক্রিকেটের তুমুল বিনোদন নিয়েই স্টেডিয়াম ছেড়েছেন দর্শকরা।
আপলোড : ১৫ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০ মিঃ