বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
রাঙামাটিতে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
ষ্টাফ রিপোর্টার :: আজ বুধবার ১৬ ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবস৷ শোষণমুক্ত ও বঞ্চনাহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর শহীদগণসহ সকলকে মহান বিজয় দিবসের মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে রাঙামাটিতে রাত ১২.০০ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে স্মরণ করা হয়৷
রাত ১২.০১ মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন পুষ্পস্তবক অর্পণ করেন৷
এছাড়া মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রেখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা পুলিশ প্রশাসন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্যর পক্ষ থেকে, রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ, রাঙামাটি সরকারী কলেজ, রাঙামাটি পাবলিক কলেজ, রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিটিসিএল ফেডারেল ইউনিয়ন (সিবিএ),পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাঙামাটি জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন সমুহ, জেলা বিএনপিসহ সহযোগী সংগঠন সমুহ, জেলা জাতীয় পার্টি, রাঙামাটি সরকারী মহিলা কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙামাটি নার্সিং ইন্সটিটিউট, রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতি, রাঙামাটি বনবিভাগ, রাঙামাটি কৃষি সম্প্রসারন বিভাগ, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, আসন্ন পৌরসভা নির্বাচন-২০১৫ এর মেয়র পদপ্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী, সাধারন আসনের কাউন্সিলর পদপ্রার্থীসহ ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিমল বড়ুয়া, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, রাঙামাটি জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট, রাঙামাটি চারুকলা একাডেমী, মত্স্য বিভাগ, মত্স্য উন্নয়ন কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ জেলার সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত, বিভিন্ন পেশাজীবি,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয় মিলন, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাঙামাটি জেলার স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ প্রমুখ৷
উল্লেখ্য বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় সকাল ৯ টায় রাঙামাটি মারী ষ্টেডিয়ামে মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷
আপলোড : ১৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.০০মিঃ