মঙ্গলবার ● ২২ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » বিকেএসপি কাপ ফুটবলে সাইফ যুব দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ফুটবলে সাইফ যুব দল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) আজ সাইফ পাওয়ার ব্যাটারি ৫ম বিকেএসপি কাপ (অ:১৮) ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় সাইফ যুব দল ১-০ গোলের ব্যবধানে সাইফ অনূ: ১৮ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।প্রথমার্ধে গোল শূণ্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলা যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল অর্থাৎ অন্তিম মিনিটে বিজয়ী দলের জাকির যয় সূচক গোল করে দলকে জয় উপহার এনে দেন।
খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার,এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি রানার আপ দলকে পঞ্চাশ হাজার টাকা ও রানার আপ ট্রফি প্রদান করা হয়। ফাইনালের সেরা খেলোয়ারের পুরস্কার (৫ হাজার টাকা) পান সাইফ অনূ:-১৮ এর জয়নাল আবেদিন দিপু ও টুর্ণামেন্ট সেরা(১০ হাজার)খেলোয়াড়ের পুরস্কার পান একই দলের ফাহিম মোর্শেদ। অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।
মোট ৮টি দলের অংশগ্রহণে ২টি গ্রুপে নক আউট পদ্ধতিতে টুর্ণামেন্টটি পরিচলিত হয়। দল গুলো হলো বিকেএসপি, এসএসএ ফুটবল একাডেমি টাঙ্গাইল, লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:, সাইফ স্পের্টিং ক্লাব যুব দল, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি, মাগুরা, ডিএফএ ফুটবল দল, মানিকগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব (অনূর্ধ্ব-১৮) ফুটবল দল। ১ম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব যুব দল বিকেএসপিকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং ২য় সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব (অনু:-১৮) ফুটবল ক্লাব লি: ৯-০ গোলের ব্যবধানে মাগুরার আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি দলকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়।গ্রুপ চ্যাম্পিয়ন ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়।