বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয়
এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয়
শামসুল আলম স্বপন :: ১৪ ডিসেম্বর তথ্যমন্ত্রণালয়ের এক পরিপত্রে অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দেয়ার সময়সীমা ২০১৬ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বৃদ্ধি করেছে। এ জন্য বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন পেসক্লাব সদস্যবৃন্দ এবং অগনিত নিউজ পোর্টালের মালিক/সম্পাদক আমাকে অভিনন্দন জানিয়েছেন এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ ।
তবে আমি কৃতজ্ঞতা ভরে জানাতে চাই এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয় ।
গত ১লা ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে সরকারি-বে-সরকারি ও স্টেকহোল্ডারদের সমন্বয় সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর মৌখিক দাবির পাশাপাশি আমি তথ্য সচিব জনাব মর্তুজা আহমেদকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে লিখিত চিঠি দিই ।
চিঠিতে উল্লেখ করা হয় “দেশের রাজধানীসহ বিভিন্ন বিভাগ,জেলা,ও উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের উদ্যোগ গ্রহন করায় বনপা’র পক্ষ থেকে আপনাকে অভিনন্দন । আমরা যারা নিজ উদ্যোগে ওয়েভ সাইট নির্মাণ করে নিয়মিত সংবাদ প্রচার করছি তারা সরকারের কাছ থেকে নিউজ পোর্টাল নিবন্ধন করতে আগ্রহী। আমরা প্রিন্ট মিডিয়ার মত পেতে চাই সরকারের দেয়া নানা সুযোগ-সুবিধা। তবে বনপা’র পক্ষ থেকে আমাদের আবেদন যেহেতু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি বিদস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সেহেতু ১৫ই ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয়া সকলের পক্ষে সম্ভব নয় । সুতরাং ১৫ই ডিসেম্বর ঘোষিত শেষ তারিখ সংগত কারণে পেছানোর জন্য বনপা’র পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ।
এ আবেদনের প্রেক্ষিতে তথ্য সচিব বিষয়টি বিবেচনা করার জন্য তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে দায়িত্ব দেন । এর পর এ বিষয় নিয়ে দেশের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে আলোচনা করেন দুই উর্ধ্বতন কর্মকর্তা । তথ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময় পেছানোর অনুমতি দিলে তা দেড়মাস বাড়িয়ে দেয়া হয় ।
এ জন্য আমি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে তথ্যমন্ত্রী, তথ্যসচিব,যুগ্ম-সচিব ও প্রধান তথ্যকর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই ।
এছাড়া অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময় পেছানোর তাগিদ দিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বনপা’র প্রধান উপদষ্টো ড. জানে আলম রাবিদ, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন,মুহিত চৌধুরী,অধ্যাপক জাকির সেলিম,পাবনা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সরকার রুহুল আমীন, চট্রগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি সুলাইমান হাসান মেহেদী, চট্টগ্রাম বনপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক আল আজাদ, রাজশাহী বনপা’র নেতা প্রকৌশলী রায়হানুল ইসলাম,বনপা’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জুঁই চাকমা, ওয়ালি উল্লাহ খান, জসিম উদ্দিন, মুরাদ হোসেন, সেলিম ভান্ডারি, সদস্য মিলাদ উদ্দিন মুন্না, প্রদীপ বড়ুয়া জয়, সাবলু মিয়া হৃদয় সহ বনপা’র অনেক সদস্য ।
বিশেষ করে যাকে বিশেষ ভাবে অভিনন্দন জানাতে চাই তিনি হলেন, বনপা’র সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি । সময় বাড়ানো ব্যাপারে আবেদন করার জন্য সব চেয়ে বেশী তাগিদ দিয়েছিলেন তিনি।
সেই সাথে আমি অভিনন্দন জানাই বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল মিডিয়া এসোসিয়েশন (বোমা)’র সভাপতি জয়ন্ত আচার্য ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে। তাঁরাও আমার প্রস্তাবকে সমর্থন জানিয়ে ছিলেন ।
তাই আমি মনে করি এ সাফল্য শুধু আমার একার নয়, সকলের । মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি বনপা,জাতীয় অনলাইন প্রেসক্লাবসহ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারাকবাদ জানাচ্ছি ।
ধন্যবাদ-সহ
শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯ / ০১৯১০১০৩০১৬
Email. [email protected]