বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২
ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২
ময়মনসিংহ অফিস :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ .২৩মি.) ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ৩৭ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব-১৪ সদস্যরা। প্রসাধনী সামগ্রী হিসেবে কৌটায় করে লুকিয়ে এস এ পরিবহনে আসা এ মালামাল নেয়ার সময় তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার ২৩ মে দুপুরে র্যাবের-১৪ এর পক্ষ থেকে এর সহকারী পরিচালক মো. মাহবুব উল আলম এক সংবাদ সম্মেলনে জানান,বুধবার ২৩ মে দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর সেহড়া চামড়াগুদাম এলাকায় এস এ পরিবহনে আসা মালামাল নেয়ার সময় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মো. ইউনুস আলীর ছেলে মো. আলী রাজ (২০) ও একই জেলার পুর্বধলা উপজেলার মো. মনজুরুল হকের ছেলে মোঃ রুবেল মিয়া নীরব (২০)কে আটক করা হয়।
এসময় কার্টনে ভরা ভারতীয় প্রসাধনী ভাটিকা ক্রীম কৌটার ভেতরে থাকা ইয়াবা উদ্ধার করে র্যাব-১৪। আটককৃতদের কাছ থেকে একটি মোটর সাইকেল, নগদ টাকা ও দু’টি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত এ দু’জনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নেত্রকোণায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১ কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে আরও জানান তিনি।