বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অতিরিক্ত দামে মাংস বিক্রির অপরাধে চারজনের সাজা
রাউজানে অতিরিক্ত দামে মাংস বিক্রির অপরাধে চারজনের সাজা
রাউজান প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) রাউজানে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে চার মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। অাজ ২৪ মে বৃহস্পতিবার উপজেলার নোয়াপাড়া পথেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ এর নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৩ ও ৩৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮, ৩৯,৪০,৪৫ ও ৫৩ ধারার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র মনছুর (৩৮) কে ১৫ দিন, একই এলাকার মৃত ওমর আলীর পুত্র আলী আকবর (৪০) কে ১৫ দিন, মৃত তনু মিয়ার পুত্র ইমান আলী (২৮) কে ১৫ দিন ও মৃত আব্দুল রাজ্জাকের পুত্র আবুল বাশার (৩৬) কে এক মাসের দন্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা বলেন, রাউজনবাসীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।