বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে দলিত সম্প্রদায়ের দোকান ভাংচুর লুটপাট
নান্দাইলে দলিত সম্প্রদায়ের দোকান ভাংচুর লুটপাট
নান্দাইল প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) ময়মনসিংহের নান্দাইলে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের লোকজনের ২০ টি দোকানপাটে সন্ত্রাসী হামলা, ভাংচুর করে গুড়িয়ে দেয়া ও লুটপাট চালিয়ে মিনি ট্রাকযোগে মালামাল নিয়ে যাবার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা এ বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্থ্ কুবলাল রবি দাসের ছেলে সুমন রবি দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ১০জনের নাম উল্লেখসহ একটি এজাহার দায়ের করেছেন।
থানায় দায়ের করা এজাহার ও ক্ষতিগ্রস্থ্ পরিবারগুলোর অভিযোগে জানাযায়, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের শাইলধরা বাজারে রমেশ রবিদাস, সুমন রবিদাস, কুবলাল গং সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের পরিবারের দখলকৃত ৮শতাংশ(শতক) ভূমি স্থানীয় নিজবানাইল গ্রামের মৃত আব্দুল মমিন আকন্দের ছেলে হারুন আকন্দ, কাইয়ূম আকন্দ, খোকন আকন্দ, কাজল, রফিক আকন্দ, দুলাল, সবুজ, দেলোয়ার আকন্দ, জমসেদ খা ও ফারুক আকন্দ গংরা নিজেদের দখলে নেয়ার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে আসছে।
এরই জের ধরে গত বুধবার ২৩ মে রাতে তারাবীর নামাজের সময় স্থানীয় ওই প্রভাবশালী চক্রের প্রত্যক্ষ সহযোগিতায় অজ্ঞাত ৩০/৪০জনসহ শাইলধরা বাজারে উক্ত সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের পরিবারের ২০টি দোকানপাটে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে দোকানপাট মাটিতে মিশিয়ে দেয় এবং মালামাল লুটপাট করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় একটি ফার্ণিচারের দোকানের মালামাল মিনি ট্রাকযোগে লুটপাট করে নিয়ে যায় হামলাকরীরা।
পরে এ ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বুধবার সারারাত ঘটনাস্থলেই অবস্থান করে।
এদিকে ঘটনার পর থেকে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের লোকজন পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। হামলাকারীরা দোকানপাট ভাঙ্গার পর এবার বাড়ি-ঘরে হামলা এমনকি মহিলা ও যুবতী মেয়েদেরও উঠিয়ে নেয়ার হুমকী দিচ্ছে বলে জানান ক্ষতিগ্রস্থ্ পরিবারগুলোর সদস্যরা।