শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ অফিস :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও থানা পুলিশের সঙ্গে যৌথ বন্ধুকযুদ্ধে মো. শাহজাহান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহজাহানের নামে আটটি মামলা রয়েছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আশিকুর রহমান।
শনিবার (২৬ মে) মধ্যরাত দেড়টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ইশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান, আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক খন্দকার মামুন, এএসআই মোজাহারুল গুরুতর আহত হলে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আশিকুর রহমান ও উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস এবং ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে উপজেলার আঠারোবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় আবুল খায়েরের গ্যারেজের পশ্চিম দিকের একটি ফাঁকা রাস্তায় কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ওসি , ঈশ্বরগঞ্জ থানার ওসির নেতৃত্বে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা কালে ওই এলাকায় পৌছলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এালোপাতারি গুলি বর্ষণ শুরু করে।
কর্মকর্তাত্রয় আরও জানান, ওসি ডিবি ও ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে যৌথ পুলিশের টিম আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়ের পক্ষ্যের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পলিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক ব্যবসায়ি শাহজাহানকে মাটিতে পরে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক আহত শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান, আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক খন্দকার মামুন, এএসআই মোজাহারুল গুরুতর আহত হলে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
অপরদিকে ঘটনাস্থল তল্লাশী করে ২০০ গ্রাম হেরোইন, পাচটি গুলির খোসা, ১টি রামদা, ১টি কিরিচ উদ্ধার করে পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে ৮টি মাদক মামলা আছে। এ ঘটসনায় ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তাত্রয়।