সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ইছামতি নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
ইছামতি নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সৈয়দ নগর এলাকায় ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল একটি মাছ। অাজ সোমবার (২৮ মে) সকালে ইছামতি নদীতে এই বিরল মাছটি জেলেদের জালে ধরা পড়েছে বলে জানা যায়। বিরল প্রজাতির মাছটি দেখতে খুবই সৌন্দর্য্য। সাদা-কালো ডোরা দাগের মাছটি এক পলক দেখতে সৈয়দ নগর এলাকার জনগন প্রচুর ভিড় জমায়। রাউজান উপজেলার ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের অনার্সের ২য় বর্ষ পড়ুয়া বিশ্বজিত দাশ (সোহেল) নামে এক শিক্ষার্থী বলেন, অামি টিউশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সৈয়দ নগরের দিকে যায় হঠাৎ দেখি রাস্তায় অনেক লোক দাঁড়ানো দৌঁড়ে গিয়ে দেখি রাস্তায় রাখা একটি বিরল প্রজাতির মাছ। মাছটি দেখতে অপূর্ব সৌন্দর্য্য মাছটি পরে একটি পুকুরে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।