সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » গুনীজন » নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী অজিত কুমার রায় আর নেই
নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী অজিত কুমার রায় আর নেই
নবীগঞ্জ প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায় (৭৮) আর নেই। তিনি আজ সোমবার সকাল ৯.৩০ মিনিটে ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র,৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঢাকা থেকে আজ সোমবার বিকালে ৪.৩০ টায় মৃতদেহ নবীগঞ্জে ওসমানী সড়কের নিজ বাসভবনে আসার সাথে সাথে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বাসায় ভীড় জমান। সন্ধ্যা ৬ টার সময় বাসার পারিবারিক শ্মশানঘাটে তার মৃতদেহ সৎকার করা হয়। তার মৃত্যুর খবর শোনে বাসায় ছুটে আসেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু,সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারন মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটি এম সালাম,প্যানেল মেয়র বাবুল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় ও সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক বিধান ধর, যুগ্ম সম্পাদক গৌতম রায়, পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্ত্তী, মো. শাহিদ মিয়া, নৃপেন্দ্র রায়, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জাহেদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক,জাবেদুল আলম চৌধুরী সাজু, মুক্তিযোদ্ধা গৌর দাশ রায়, বিশিষ্ট ব্যবসায়ী কেতকী পাল,উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্ত, সাবেক সাধারন সম্পাদক ডা. ননী গোপাল নাথ, হিমাংশু দেব, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ,সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাবেক সভাপতি নিতেশ রায়, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরীসহ নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।