বৃহস্পতিবার ● ৩১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জমে উঠেনি ঈদ বাজার
বিশ্বনাথে জমে উঠেনি ঈদ বাজার
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঈদের বাজার এখনো জমে উঠেনি। রমজানের শুরু থেকে মার্কেটের দোকান গুলোতে ব্যবসায় মন্দাভাব যাচ্ছে। ফলে বেশীরভাগ মার্কেট ক্রেতা শূন্য রয়েছে। যার ফলে ব্যবসায়ীরা রয়েছেন দুশ্চিন্তায়। তবে আগামী সপ্তাহের মধ্যে জমে উঠতে পারে ঈদ বাজার এমটাই মনে করছেন ব্যবসায়ীরা।
উপজেলা সদরের অত্যাধুনিক শপিং সিটি আল-হেরা, আল-আছকা মার্কেট, মান্নান মার্কেট, বিলকিছ মার্কেট, জবান আলী মার্কেট ছাড়াও উপজেলা সদরের ফুটপাতের দোকান গুলোতেও ক্রেতাদের উপস্থিত অন্যান্য বছরের চেয়ে অনেক কম। প্রতি বছর ঈদ আসলে প্রবাসীরা স্বপরিবারে দেশে থাকা আত্বীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসেন। কিন্তু এবছর প্রবাসীর সংখ্যা অনেক কম। তবে রমজানের শেষে দিকে কিছু প্রবাসী দেশে আসার কথা রয়েছে।
বর্তমান সময়ে কাপড়ের দাম বেশি থাকার কারনে এ বছর উচ্চবিত্ত পরিবার গুলোর কোনো ধরনের সমস্যা না থাকলেও মধ্যবিত্ত পরিবারের লোকজন ঈদের নতুন কাপড় কিনতে হিমশিম খেতে হবে। বিশ্বনাথের বেশির ভাগ মানুষ প্রবাসে থাকায় এ উপজেলার মানুষ বাজেটের উর্ধ্বে উঠেও ঈদের কেনাকাটা করেন অনেকটা আনন্দের সঙ্গে। কিন্তু ১৪রমজান পেরিয়ে গেলেও এখনো জমে উঠেনি ঈদের কেনা-কাটা।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, অনেক দোকানে দুই-একজন ক্রেতা রয়েছেন। কিন্তু বাকি দোকানগুলোতে তেমন কোনো ক্রেতা নেই। ফলে ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন। অনেক ক্রেতাই ঈদের পছন্দের কাপড় ক্রয় করার জন্য বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন। তবে ২০ রমজানের পর ঈদের বাজার জমে উঠবে এমটাই মনে করছেন ব্যবসায়ীরা।
ক্রেতা আমির আলী বলেন, মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি। তবে পছন্দের কাপড় এখন পাইনি। এবারের কাপড়ে দাম অনেক চড়া বলে তিনি মন্তব্য করেন।
আল-হেরা শপিং সিটির শাহিন আহমদ বলেন, এখনো জমে উঠেনি ঈদ বাজার। তবে কিছু ক্রেতা আসা-যাওয়া করছেন। আগামী সপ্তাহের মধ্যে জমে উঠবে ঈদের কেনা-কাটা।
আল-আছকা মার্কেটের সৌখিন ফ্যাশনের পরিচালক রুহেল আহমদ কালু বলেন, এলাকায় প্রবাসীর সংখ্যা কম থাকায় ঈদের বাজার জমে উঠছে না। তবে ২০ রমজান পর জমে উঠবে ঈদ বাজার এমটাই মনে হচ্ছে।