বৃহস্পতিবার ● ৩১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহের ডিসি ডঃ সুভাষ হৃদরোগে আক্রান্ত,এয়ার এ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় প্রেরণ
ময়মনসিংহের ডিসি ডঃ সুভাষ হৃদরোগে আক্রান্ত,এয়ার এ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় প্রেরণ
ময়মনসিংহ অফিস :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) ময়মনসিংহের জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র্র বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকায় নেয়া হয়।জানা যায়, ডঃ সুভাষ চন্দ্র্র বিশ্বাস বুধবার রাতে জেলা প্রশাসকের বাসভবনে তিনি অসুস্থ্যবোধ করেন। পরে বুহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে বুহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুল্যান্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
ডিসি ডঃ সুভাষ চন্দ্র্র বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পেয়ে তাকে দেখতে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।