সোমবার ● ৪ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন
ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন
ময়মনসিংহ অফিস :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) ময়মনসিংহ নগরীতে মাদকের পাওনা টাকার জের ধরে হীরা মিয়া (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে তারই এক সময়ের বন্ধুরা নির্মমভাবে খুন করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। নিহত হীরা মিয়া নগরীর আকুয়া নাসিরাবাদ কলেজ এলাকার হানিফ মিয়ার ছেলে এবং ভাঙ্গারির ব্যবসা করে কলেজ কোয়ার্টারে পরিবারের সাথে বসবাস করতেন।
গতকাল রবিবার (৩ জুন ) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর আকুয়া নাসিরাবাদ কলেজ সংলগ্ন বিক্রমপুর পট্টি এলাকায় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমন নামে একজনকে আটক করেছে।
নিহতের বড় বোন লাবলী আক্তার অভিযোগ করে বলেন, নগরীর আকুয়া ভাঙাপুল বিক্রমপুর পট্টি এলাকার নাহিদ, পাপন, সোহেল, আলামিনসহ এরা সবাই ওই এলাকার মাদক ব্যবসায়ী। তাদের সাথে হীরা এক সয়ম চলাফেরা করতো। পরে তারা হীরাকেও মাদক ব্যবসা করতে বললে হীরা তাদের সাথে চলাফেরা বন্ধ করে দেয়।
গত দুইদিন আগে মাদক ব্যবসায়ী নাহিদ আমার ভাই হীরার কাছে মাদকের ৫ হাজার টাকা দাবি করে তার মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়। পরে শনিবার (২ জুন) সন্ধ্যায় এ নিয়ে দরবার করেছিল নগরীর বাউন্ডারি এলাকার পলাশ মিয়া। সেই দরবার সালিশে টাকা ফেরৎ দেয় হীরার পরিবার। তখন মোটরসাইকেল ফিরত দিয়ে দেয় নাহিদরা। তবে নাহিদরা সবাই মিলে মোটরসাইকেলটি নষ্ট করে দিয়েছিল।
লাভলী আরও বলেন, রবিবার রাতে সেই নষ্ট মোটরসাইকেলের অভিযোগটি পলাশের কাছে বলতে গেলে নাহিদ, পাপন, সোহেল, আলামিনসহ সকলেই পলাশের সামনে আবারো আমার ভাই হীরাকে মাদক ব্যবসার সাথে জড়িত হতে বলে, না হয় আরও টাকা দিতে হবে বলে দাবি করা হয় হীরার কাছে। এসময় রাজি না হওয়ায় হীরাকে তারা এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা হীরাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আরও বলেন নিহতের বড় বোন লাবলী আক্তার।
কোতয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুদের সঙ্গে হীরার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ও নাহিদের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।