মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মীর উপর হামলা : গ্রেপ্তার-২
রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মীর উপর হামলা : গ্রেপ্তার-২
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫৮মি.) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন যুবলীগ সদস্য সিয়াকত আলী (৩২) কে মারধরের ঘটনায় থানায় মামলা করায় হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় শিলক ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক দিদারুল ইসলাম(৩০)ও আহত হন। গুরুতর আহত সেয়াকত আলীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিদারুল উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত রবিবার (৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শিলক বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। ঘটনায় দিদারুল বাদী হয়ে একই ইউনিয়নের মো. আলী সওদাগরকে প্রধান আসামী করে ১৩ জনের নামে মামলা দায়ের করেছে। সোমবার (৪ জুন) সকালে মামলার অন্যতম আসামী মো. তারেক ও নুরুল আমিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ভুল মিয়া বলেন, “ হামলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।জানা যায়, শিলক এলাকার মো. আলী সওদাগরের সাথে ইউনিয়ন যুবলীগ সদস্য সেয়াকত আলীর ফার্নিচার ক্রয় বিক্রয়ের আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে ১ জুন রাত সাড়ে ৯ টার দিকে শিলক মহিলা কলেজের সামনে রাস্তার উপর প্রতিপক্ষরা সেয়াকত আলীকে মারধর করে। পরদিন সেয়াকত আলী হামলাকারীদের আসামী করে মামলা করে। মামলার খবর পেয়ে রবিবার রাতে সেয়াকত আলী ও তার বন্ধু দিদারুল আলম মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে শিলক বাজারে তাদের উপর হামলা করে। হামলায় দুইজনে আহত হন। এই ঘটনায় দিদারুল আলম বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলা করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।