মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আলীকদম প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪৭মি.) আসুন প্লাষ্টিক দুষন বন্ধ করি, প্লাষ্টিক পূণঃব্যবহার করি, না পারলে বন্ধ করি” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮। এ উপলক্ষে সিএইচটি এগ্রো ইকোলজি প্রকল্পের সহযোগীতায় এবং অলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল এগারটায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সব শেষ আশি জন বাগান চাষিদের মধ্যে বিভিন্ন প্রকার ফলজ চারা বিতরণ করা হয়। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা ক্ষতিকর তামাক চাষ, তামাকে অযাচিত কীটনাশক প্রয়োগ, প্লাষ্টিক এর ব্যবহার, রাস্তার দুপাশে তাল জাতীয় গাছের চারা রোপণ ও যেখানে সেখানে থুথু ফেলার উপর গুরুত্ব আরোপ করে কক্তব্য রাখেন। এছাড়াও বক্তারা আলীকদম-ফাসিয়াখালী সড়কের ভঙ্গুর জাতীয় শিশু গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করে রাস্তার দুপাশে তাল জাতীয় গাছের চারা রোপানের জন্য প্রশাসন ও কারিতাস কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেন। আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা ম্যানেজার জেসমিন চাকমা, ইউআরসি আলীকদম এর সহকারী প্রশিক্ষক মো. আলমগীর, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন আহামদ, সাংবাদিক হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও করিতাস এর উপকারভোগীরা।