বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় » ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব
ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব
অনলাইন ডিজিটাল ডেস্ক :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.১১মি.) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ থেকে র্যাব-১০ এর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।
ইমরান এইচ সরকারকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানিয়েছেন, অবৈধভাবে জনসমাবেশ করার অপরাধে ইমরান এইচ সরকারকে আটক করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের নামে ‘দেশব্যাপী বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে আজ বিকেলে শাহবাগে প্রতিবাদ সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চ। পূর্বঘোষিত সমাবেশ করতে জড়ো হন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগান দেন তাঁরা।
কর্মসূচিতে যোগ দিতে ইমরান এইচ সরকার বিকেল ৪টার সময় আসেন। এ সময় জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের একটা কর্মসূচি চলছিল। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী র্যাবের সাত-আটজন সদস্য ইমরান এইচ সরকারকে মাইক্রোবাসে তুলে নেন। এ সময় র্যাবের চারটি গাড়িও সেখানে উপস্থিত হয়।
গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত সোমবার এই কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা আজ বুধবার বিকেলে এই কর্মসূচি পালন করতে আসে।
কর্মসূচিতে দাবি করা হয়, সারা দেশে বন্দুক যুদ্ধের নামে নির্বিচারে মানুষ খুন করা হচ্ছে। এ কর্মসূচি সফল করতে ইমরান এইচ সরকার গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও গণজাগরণ মঞ্চের কর্মীদের মুঠোফোন বার্তাও পাঠান।
প্রতিবাদ সভা শেষে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই র্যাব সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে নিয়ে যায়।
সূত্র : এনটিভিবিডিডটকম