![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ
খাগড়াছড়িতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ
ক্রীড়া প্রতিবেদক :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫১মি.) খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্কুল ছাত্রদেও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে এ সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি’র শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা।
এসময় বিশেষ অতিথি ছিলেন,জেলা শিক্ষা অফিস’র ডিসট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর জসীম উদ্দীন ও জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা। এ প্রশিক্ষণে মোট ৩টি স্কুলের ৩০ জন ছাত্র অংশ গ্রহন করে সনদ পত্র গ্রহন করে। ক্রীড়া শিক্ষক ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক তুহিন কুমার দে।