শিরোনাম:
●   হাসিনার উসকানিতে জড়িয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যেতে পারে ●   ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা ●   মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর ●   ৩২ নম্বর গুড়িয়ে দেয়াসহ দেশজুড়ে সৃষ্ট অরাজক পরিস্থিতির দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারেনা ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ●   মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক ●   এবার আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর ●   একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল ●   ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ●   বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত ●   চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ ●   রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন ●   রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী ●   রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু ●   ৬ ফেব্রুয়ারী কবি শাওনের ৫৮ তম জন্মদিন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন জরুরি ●   রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি ●   পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ●   কাউখালীতে তৃতীয় লিঙ্গের শীলার গলাকাটা মরদেহ উদ্ধার ●   বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা ●   ফটিকছড়িতে জনপ্রতিধিকে গ্রেফতার ●   হযরত মতিউর রহমান শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ ●   ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ ●   কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা ●   উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মতবিনিময় সভা ●   চাঁদাবাজির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ●   নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সালামের বিরোদ্ধে সাটিফিকেট জালিয়াতির অভিযোগ ●   রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য অপরিহার্য ●   পার্বতীপুর জামায়াত যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
রাঙামাটি, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » রাস্তার মধ্যখানে ফল বিক্রেতা পথচারীদের জন্য বাকি রইল কি ?
প্রথম পাতা » জনদুর্ভোগ » রাস্তার মধ্যখানে ফল বিক্রেতা পথচারীদের জন্য বাকি রইল কি ?
বুধবার ● ৬ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তার মধ্যখানে ফল বিক্রেতা পথচারীদের জন্য বাকি রইল কি ?

---সিলেট প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.১৪মি.) সিলেট নগরীর বড় সমস্যা হকার। হকার মুক্ত সিলেট নগরী গড়তে আদালত স্বপনোদিত হয়ে রুল জারী করে। তাছাড়া সিসিক মেয়রের দায়িত্ব্য নেয়ার পর থেকে আরিফ কয়েক দফা অভিযান পরিচালনা করলেও কোন ফল পাওয়া যায়নি।

সর্বশেষ গত সোমবার বিকাল ৪টার দিকে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর বন্দরবাজারে হকারদের সড়কে না বসতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা বিকাল সাড়ে ৪টার দিকে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে হকারদের প্রতিহত করেন। এ ঘটনার পর হকাররা নিজেরাই নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় হকারদের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা মেয়র আরিফের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলও করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১। আজ প্রথম প্রহর রাত ১টার দিকে পুলিশ গ্রেফতার করে সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি ও হকার্স লীগ নেতা রকিব আলীকে।

এতকিছুর পরও দখল মুক্ত হয়নি সিলেটের প্রান কেন্দ্র বন্দর। এ যেন সিসিক হকারদের চোর পুলিশ খেলা। আর এ খেলায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারন পথচারীরা। আর এদের কারণেই সিলেট শহর যানজটের নগরী হিসেবে খ্যাতি লাভ করেছে।

হকার সমস্যায় যেন পুরো শহর থমকে আছে। পড়ছে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব। সিলেট শহরে ঢোকার পর হকার সমস্যা আর যানজটের কবলে পড়ে মানুষের নাভিশ্বাস। শহর থেকে বেরিয়ে যাবার পর যেন হাফ ছেড়ে বাঁচে সকলে।

হাটাচলার সুবিধা না থাকায় প্রয়োজনে শহরে আসা মানুষগুলো প্রতিনিয়ত দুর্ভোগে ভোগে। চলতে গিয়ে কখন যানবাহনের চাপায় পড়ে এমন আতঙ্কে থাকে মানুষ। ফুটপাত দিয়ে তো হাঁটা যায়ই না, রাস্তার বেশ অংশও দখল করে রেখেছে হকার। এবার হকার রাস্তার ঠিক মধ্য স্থানও দখল করে নিয়েছে।

আসছে রমজানের ঈদ। ওই সময় এমনিতে শহরে যানজট বেড়ে যায়। বিশেষ করে বিকেল বেলা ইফতার তাড়িত সময়টায় যানজট লাগে বেশি। সবাই যে যার গন্তব্যে দ্রুত পৌঁছার আকুতি থেকে এ সমস্যার সৃষ্টি হয়।

সিলেট শহরের বন্দরবাজার দিয়ে ঢোকা ও বেরিয়ে যাবার দুটি রাস্তার ফুটপাত হকারের দখলে। বন্দর বাজারের ৬০ ফুট প্রশস্ত রাস্তার প্রয় ২৫ ফুট হকারের দখলে। সিলেট শহরের কেন্দ্রবিন্দু কোর্ট পয়েন্ট। রাস্তার প্রশস্ততা প্রায় দেড় শত ফুট। ত্রিমুখী এরাস্তা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ফুটওভার ব্রিজ করায় রাস্তার প্রশস্ততা কমেছে। ওইখানে আগে থেকেই রাস্তার একপাশে অটোরিকশা-লেগুনা স্ট্যান্ড দখল করে রেখেছে প্রায় ৩০/৪০ ফুট। অপরপাশে হকারের পসরায় আরো প্রায় ৩০/৩৫ ফুট তাদের দখলে। বাকি ৫০/৬০ ফুট দিয়ে এতদিন যানবাহন ও মানুষ চলাচল করত।

সম্প্রতি ফুটওভার ব্রিজের মধ্যের খুঁটি দখল করেছে আরো প্রায়২০ ফুট। রইল বাকি রাস্তার প্রায় ৩০/৪০ ফুট।
ক’দিন ধরে ফুটওভার ব্রিজের মধ্যের খুঁটি ঘেঁষে রাস্তার মধ্যস্থান দখল করে হকার বসায় প্রশস্ততা আরো ৫/৬ ফুট কমেছে। তাহলে রাস্তার জন্য রইল বাকি কি? ঢাকা শহরেও রাস্তার মধ্যখানে হকার বসতে পারে না। কেবল সিলেটেই বসছে। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে। মনে হয় পুলিশই হকারদের নিরাপত্তা দিচ্ছে। কেননা তাদের পকেট ভারী করার এটাও একটা মাধ্যম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)