শনিবার ● ৯ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে যুবকের কান কেটে দিল ৩ ব্যবসায়ী
সিরাজগঞ্জে যুবকের কান কেটে দিল ৩ ব্যবসায়ী
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.১৪মি.) সিরাজগঞ্জের তাড়াশের খড়ের পালা ক্রয়ের বায়নার টাকা ফেরত না পেয়ে এক যুবককে মারপিট করে কান কেটে দিয়েছে ৩ ব্যবসায়ী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটে। স্থানীয়রা আহত ফরিদুল ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
আহত যুবকের মা ফরিদা খাতুন জানান, চলতি বছরের মার্চ মাসের দিকে তাড়াশে গো-খাদ্যের সংকট দেখা দেয়। ওই সময় বিনসাড়া এলাকার খড় ব্যবসায়ী জামাল হোসেন, ইব্রাহিম ও আউয়াল হোসেন মিলে ফরিদুল ইসলামের একটি খড়ের পালা ২৫ হাজার টাকায় কিনে রাখেন। তখন বায়না বাবদ ১১ হাজার টাকা দেন তারা। এরপর ক্রমশ: দাম কমতে থাকায় খড় না নিয়ে বায়নার টাকা ফেরত নিতে চাপ দেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বায়নার টাকা ফেরত না দিয়ে ব্যবসায়ীদের খড়ের পালা নিতে বলেন ফরিদুল। একপর্যায়ে শুক্রবার ফরিদুল ইসলাম বিনসাড়া বাজারে গেলে ওই ব্যবসায়ীরা তাকে একটি ঘরে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে তার ডান কান কেটে অল্পের জন্য শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধারের পর প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার বেগতি দেখে রাতেই তাকে সিরাাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, আহত ফরিদুলের কানে অস্ত্রাপাচার করতে হবে। আশংকা করা হচ্ছে ভবিষ্যতে তার শ্রবণ শক্তিতে সমস্যা দেখা দিতে পারে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। আহত যুবককে চিকিৎসা নিতে বলা হয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের করা হয়।