বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সেনাবাহিনী ২০ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে
রাঙামাটিতে সেনাবাহিনী ২০ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে
ষ্টাফ রিপোর্টার :: ২২ সেপ্টেম্বর : রাঙামাটির মানিকছড়ি মুখ এলাকার বিলাইছড়ি পাড়ায় অভিযান চালিয়ে সদস্যরা প্রায় ২০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ আটক করেছে সেনাবাহিনী। সোমবার মধ্যরাতে কাঠ গুলো আটকের পর রাঙামাটি সদর রেঞ্জের কর্মকর্তাদের খবর দিলে রেঞ্জ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ গুলোকে জব্দ করে। সূত্র জানায়, সোমবার মধ্যরাতে রাঙামাটি সদর জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় হাজার ঘনফুট সেগুন কাঠের রদ্দা ও বিভিন্ন প্রজাতির কাঠের রদ্দা আটক করে। ওয়ারেন্ট অফিসার মোঃ ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বীরের রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মালিক সামসউদ্দিন মোহাম্মদ মঈন এর নির্দেশে এই অভিযান পরিচালনা করে গত সোমবার মধ্য রাতে কাঠ গুলো আটক করে। অভিযানের সময় কাঠ বোঝাই ৪টি বোট, একটি ট্রাক (নং-চট্টমেট্রো-ট-১১৩০৮০), একটি মোটর সাইকেল (নং-চট্টমেট্রো-এইচ,এ-১২-৫৯৮৫ সহ প্রায় দুই হাজার ঘনফুট কাঠ আটক করা হয়। এ সময় রাঙামাটি সদর রেঞ্জার এসিএফ আনোয়ার হোসেন, রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফরেষ্টার নয়ন মিস্ত্রি, ফরেষ্টার ইয়াকুব আলীসহ অন্যান্য ফরেষ্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপলোড : ২৩ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.০৪ মিঃ