রবিবার ● ১০ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মাদকসহ আটক-২
বান্দরবানে মাদকসহ আটক-২
বান্দরবান প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ১.১০মি.) বান্দরবানে ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ৯ জুন শনিবার রাত ৮টার সময় বান্দরবান কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন রাস্তা থেকে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ । এই সময় তাদের হাত থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি ধারালো ছুড়ি উদ্ধার করা হয় ।
আটককৃতরা হলেন : বান্দরবান ইসলামপুর এলাকার ৯ নং ওর্য়াডের মো. রিপন (৩২), পিতা মৃত সৈয়দ নুর, মাতা জরিনা খাতুন ও সাতকানিয়া থানার পশ্চিম মৈশামৈরা গ্রামের রিপন বিশ্বাস (৩৮) পিতা সোনা বিশ্বাস,মাতা মাধুরী বিশ্বাস ।
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান ডিবি পুলিশের এসআই বিকাশ রুদ্রের নেতৃতে অভিযান চালিয়ে একটি ধারালো ছুরিসহ তাদেরকে হাতে নাতে আটক করে বান্দরবানের ডিবি পুলিশ ।
বান্দরবান ডিবি পুলিশ সূত্রে জানাগেছে বান্দরবান বাজার মসজিদ মার্কেটের চাউল ব্যাবসায়ী মো. রিপন চাউল ব্যাবসায় অগোচরে র্দীঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল, আর তাকে সাহায্য করছিল বান্দরবান পূর্রবী হোটেলের কর্মচারী রিপন বিশ্বাস। দুই রিপন মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।
সারাদেশের মত নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনা করা হলে তাদের কে হাতে নাতে আটক করা হয়। আসামীদের গ্রেফতারের পর বান্দরবান থানায় সোর্পদ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা দায়ের করা হয়।