সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি – চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ : আটকে রয়েছে শত শত যাত্রী
রাঙামাটি – চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ : আটকে রয়েছে শত শত যাত্রী
ষ্টাফ রিপোর্টার :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সকাল ১১.১১মি.) গতকাল ১০ জুন রবিবার ও আজ ১১ জুন সোমবার সকাল পর্যন্ত ভারি বৃষ্টির ফলে রাঙ্গুনিয়াতে রাঙামাটি – চট্টগ্রাম আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মূল সড়কটি ডুবে যাওয়ার কারণে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত্রি ঢাকার রাজধানী থেকে ছেড়ে আসা সকল দুরপাল্লার বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সকল বাস যাত্রীরাসহ সকল ধরনের পণ্যবাহী ট্রাক ও ব্যাক্তিগত যানবাহন চলাচল আজ ভোর থেকে বন্ধ রয়েছে। রাঙামাটি – চট্টগ্রাম আঞ্চলিক সড়কের দুই পাড়ে রানীরহাট এলাকায় শত শত যাত্রী আটকে থাকার খবর পাওয়া গেছে। আজ সকাল থেকে রাঙামাটি জেলা শহরের সাথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা সমুহের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে।
এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকাটি নিচু জায়গা হওয়াতে ভারি বৃষ্টির পানি রাঙামাটি- চট্টগ্রাম সড়কে জমা হওয়ায় যানবাহন চলাচল বন্ধ আছে।
এছাড়া পতেঙ্গা তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি এখন ফেনী, নোয়াখালি, চট্টগ্রাম, সন্দ্বীপ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।
এটি খুবই ধির গতীতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
নিন্মচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর উত্তাল আছে এবং সতর্ক সংকেত ৩ নাম্বার বহাল আছে। এবং সংকেত আরোও ৩ দিন বহাল থাকতে পারে।
চট্টগ্রাম উপকূল সহ দেশের উপকূলে ভারিবৃষ্টির সম্মুক্ষিন হচ্ছে।
দেশের অভ্যন্তরে পর্যায়ক্রমে ভারিবৃষ্টি হতে পারে।
এই নিন্মচাপটি স্থল নিন্মচাপ আকারে দেশের অভ্যন্তরে বেশ কিছু দিন থাকতে পারে এবং প্রবল বৃষ্টি ঘটিয়ে এক পর্যায়ে দুর্বল হয়ে যাবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।