সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিলেটে সংশ্লিষ্ট দপ্তরের বিনা অনুমতিতে শতবর্ষী গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী
সিলেটে সংশ্লিষ্ট দপ্তরের বিনা অনুমতিতে শতবর্ষী গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী
সিলেট প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ২.৪২মি.) সিলেটের বিয়ানীবাজা উপজেলার তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর বাজারের শতবর্ষী দুটি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় তহশীলদারের মাধ্যমে কেটে ফেলা গাছগুলো জব্ধ করে রেখেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গ্রামবাসী জানান, শানেশ্বর বাজারের শতবর্ষী এ গাছের নীচে একসময় সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতেন। ঐতিহাসিক নানকার আন্দোলনের সময় বৃটিশ জমিদাররা এসব গাছের নীচে বিশ্রাম নিতেন। এখনো স্থানীয় লোকজন গাছগুলোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
গ্রামের অধিবাসী বিবেকানন্দ দাস জানান, গত শনিবার থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেশব রঞ্জন দাস, ইউপি সদস্য জামাল উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা ও বাজারের ইজারাদার ফয়জুর ইসলাম শতবর্ষী গাছ কেটে পেলেন।
এতে এলাকাবাসী প্রতিবাদ শুরু করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। ওই দুটি গাছের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হবে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লাউতা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শাহীন আহমদ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেন।
লাউতা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শাহীন আহমদ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের বিনা অনুমতিতে গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে প্রশাসনিক সিদ্ধান্তে আমরা এগুলো নিলাম করে দিব।