সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নাশকতা পরিকল্পনায় মহিলাসহ আটক-৬
বান্দরবানে নাশকতা পরিকল্পনায় মহিলাসহ আটক-৬
বান্দরবান প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ২.৫৬মি.) বান্দরবানে নাশকতা ও হামলার পরিকল্পনা করায় মহিলাসহ ৬ জনকে আটক করা হয়েছে বন্দরবান সদর থানা পুলিশ।
গতকাল রবিবার দুপুর গোপন সংবাদের ভিক্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও এস আই অজয় দেব শীল , এস আই মো: নাসির উদ্দিন ,এস আই জিয়াউর রহমান সহ পুলিশ ফোর্সের অভিযানে বান্দরবান আল ফারুক ইনিস্টিটিউট স্কুলের একটি কক্ষ থেকে গোপন মিটিং করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের বিবি খাতিজা (২৪) চট্রগ্রাম চাঁদগাও থানার ওয়াদ্দা বেগম (১৮) বান্দরবান ফায়ার সার্ভিস এলাকার তাহমিনা সুলতানা (১৮) বালাঘাটা ১ নং ওর্য়াডের নাইমা ফারজানা (১৮) মেম্বার পাড়ার শামিমা আক্তার (১৯) বান্দরবান কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ধোপা পুকুর পার এলাকার আবদুল মালেক(৪০)। এদের মধ্যে নাশকতার পরিকল্পনার নেতৃত্ব প্রদান করছিলেন চট্রগ্রামের সীতাকুন্ড থেকে আগত বিবি খাতিজা ও বান্দরবান আলফারুক ইনস্টিটিউট স্কুল এর পিয়ন মো. মালেক, তাদের যৌথ পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনায় অংশ নেন অনান্য শিবিরকর্মীবৃন্দ। পুলিশের উপস্থিতি টের পেলে ২ জন শিবিরকর্মী মিটিং থেকে পালিয়ে যায় ,তবে তাদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে এই সময় তাদের কাছে থেকে নাশকতা হামলার গোপনীয় কাগজ পএ উদ্ধার করা হয়।
নাশকতা ও হামলার ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, যারা বান্দরবানের জনসাধারনের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
বান্দরবোনে মাদক দমনের পাশা পাশি সকল জঙ্গীবাদকে দমন করে বান্দরবান জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে । বর্তমানে আটককৃত শিবিরকর্মীদের বান্দরবান সদর থানায় রাখা হয়েছে এবং নাশকতা ও হামলার ব্যাপারে তারের ব্যাপক জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ।