সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারী বর্ষনে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভারী বর্ষনে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৫৬মি.) বান্দরবানে গত দুইদিনের টানা ভারী বর্ষনের কারনে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার দুপুরে বান্দরবানের বালাঘাটা রাঙামাটি সড়ক পানিতে প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়। ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহনসহ যাত্রীরা। জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারনে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বান্দরবান সদরের নির্মাঞ্চল গুলি এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
এদিকে নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় বান্দরবান জেলা প্রশাসন মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।