বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাঘাইছড়ি প্রতিনিধি(রাঙামাটি): বুধবার ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা শহিদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন ।এরপর উপজেলা আওয়ামী লীগ,উপজেলা বিএনপি,কাচালং ডিগ্রি কলেজ,উপজেলা প্রেসক্লাব,ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলণ এবং স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রর্দশিত হয় মনোমুগ্ধকর শারীরিক কসরত ও ক্রিড়া অনুষ্ঠান । বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের কন্ঠে জাতীর বীর সন্তানদের সম্মাননায় গাওয়া হয় জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান।