মঙ্গলবার ● ১২ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় তিনদিনের ভারী বৃষ্টিপাতে নিন্মাঞ্চল প্লাবিত
রাঙ্গুনিয়ায় তিনদিনের ভারী বৃষ্টিপাতে নিন্মাঞ্চল প্লাবিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৪৩মি.) চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের নিন্মাঞ্চল এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে পারুয়া ইউনিয়ন এলাকাবাসীদের মধ্যে একটা আতংক সৃষ্টি হয়েছে যদি মাটির দালান কোটা ভেঙ্গে গিয়ে মানুষের মৃত্যুর ঝুকির কারণ হতে পারে বলে জানান। বন্যায কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।ইছামতি নদী, সোনায়ছড়ি খাল ও লাঠিছড়া খালে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়ে এলাকাবাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।সরেজমিনে দেখা যায়,পারুয়ার সাহাব্দীনগর, সৈয়দনগর,মহাজনপাড়া ও চৌধুরী পাড়ায় হাটু সমান বন্যার পানি ২ দিন যাবত থমকে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পারুয়া এলাকাবাসী।পারুয়া এলাকায় মৎস্য চাষীদের আণুমানিক মাছ চাষ করা ১৫টির উপরে পুকুর ডুবে গেছে বলে জানা যায়। রোয়াজারহাট-রাণীরহাট সড়কের উত্তর পারুয়ার বসাকপাড়া এলাকায় মাঝামাঝি সড়ক ডুবে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে ২দিন যাবত।
আজ ১২ জুন সকালে ট্রাক ভর্তি একটি আমের গাড়ি রাণীরহাটের দিকে ছুটে যাওয়ার সময় বসাকপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে যাওয়া সড়কে আটকা পড়ে যায়,গাড়িটি এখনও আটকা রয়েছে। পারুয়া এলাকাবাসীরা আরো জানান, গত বছরের জুন মাসের ১৩ তারিখৈ ঘটে যাওয়া ঘটনা এখনও ভুলতে পারেনি মানুষ। বছর ঘুরে আবার জুন মাসে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি ও ভয়াবহ বন্যা। গত বছরে ঘটে যাওয়া মানুষের ভয়াবহ মৃত্যু ও মানুষের ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার কথা এখনও মানুষকে মনে করে দেয়। এখন এই জুন মাসে কি ঘটনা ঘটতে চলেছে এই নিয়ে মানুষ আতংকের মধ্যে রয়েছে। পাহাড়ী ঢল ও বন্যার পানি চারিদিকে ছড়িয়ে পড়ায় মানুষ পানি বন্দি হয়ে রয়েছে।