বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচরে পাহাড় ধসে নিহত-১১
নানিয়ারচরে পাহাড় ধসে নিহত-১১
নানিয়ারচর প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ ভোর ৫.০৯মি.) গতকাল ১২ জুন মঙ্গলবার গভীর রাতে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় দু’টি স্থানে ইসলামপুর গ্রামে এবং সাবেক্ষ্যং ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
তারা হলেন : বড়কূলপাড়ার একই পরিবারের তিনজন সুরেন্দ্র লাল চাকমা (৪৮), তার স্ত্রী রাজ্য দেবী চাকমা ও মেয়ে সোনালী চাকমা (৯), হাতিমারা গ্রামের রুমেল চাকমা (১২), রিতান চাকমা (২৫) ও রীতা চাকমা (১৭),ফুলদেবী চাকমা (৩২), ইতি চাকমা (২৪) । তবে বাকী নিহতদের নাম এখনো জানা যায়নি।
নানিয়ারচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, বড়পুল পাড়ায় চারজন, ধর্মচরণ কার্বারিপাড়ায় চারজন নিহত হয়েছেন। আর হাতিমারায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন। বাকী নিখোঁজেদের উদ্ধারের কাজ চলছে।
২০১৭ সালে রাঙামাটি জেলায় পাহাড় ধসের ঘটনায় মারা গেছে ১২০জন ও আহত হয়েছেন দুই শতাধিক। পাহাড় ধস ও ভারী বর্ষণের ঘটনায় থমকে গেছে জেলার জনজীবন।