বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহর পানির নিচে : যোগাযোগ বিচ্ছিন্ন
প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহর পানির নিচে : যোগাযোগ বিচ্ছিন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ ভোর ৫.২১মি.) টানা তিন দিনের প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহর পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে পাহাড়ে ধস নেমেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ।
বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী নদী উপচে খাগড়াছড়ি শহর, শহরতলী ও আশপাশের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাঠি, গোলাবাড়ি, কমলছড়ি, খবংপুড়িয়া ও সিঙ্গিনালার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন।
এদিকে চার শতাধিক পরিবার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কয়েকটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
টানা বর্ষণে খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ, বাস টার্মিনাল, শান্তিনগর, সবজি বাজার, গঞ্জপাড়া, মিলনপুর, মুসলিম পাড়া, ফুটবিল, মাস্টার পাড়া, শহীদ কাদের সড়ক ও অর্পণা চৌধুরী পাড়া এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে দিকে দীঘিনালা উপজেলার মেরুং বাজারের আড়াই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে আছে। সেই সাথে মেরুং ইউনিয়নের পাঁচটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। শতাধিক পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সড়কে পানি উঠায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক ও দীঘিনালা-লংগদু সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক রাশেদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলার কোথাও এখনো পর্যন্ত বড় ধরনের পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান তিনি।