শুক্রবার ● ১৫ জুন ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » শাওয়াল মাসের চাঁদ কক্সবাজার জেলা হতে দৃশ্যমান হয়েছে
শাওয়াল মাসের চাঁদ কক্সবাজার জেলা হতে দৃশ্যমান হয়েছে
বিজ্ঞপ্তি :: রুইয়াতিল হিলাল মাজলিশ এর পক্ষে আবুল বাশার মুহম্মদ রুহুল অনলাইনগণ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ ইয়াওমুল জুমু‘আ (জুমু‘আবার), ২৯শে রমাদ্বান শরীফ ১৪৩৯ হিজরী, ১৫ জুন ২০১৮ ঈসায়ী।
আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি “মাজলিসু রুইয়াতিল হিলাল”-এর বাংলাদেশের ৬৪টি জেলার এবং সীমান্তবর্তী এলাকার প্রতিনিধিগণ অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করে কেন্দ্রীয় কমিটিতে তথ্য সরবরাহ করেন।
কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের কক্সবাজার জেলা হতে দৃশ্যমান হয়েছে।
চাঁদের প্রতিবেদন :
চাঁদের বয়স : ৪১ ঘন্টা ৩২ মিনিট
সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা : ১৯° : ১৬’ : ৫৯”
সূর্যাস্তের সময় কৌণিক দূরত্ব : ২৩° : ১৮’ : ০৫”
চন্দ্রাস্ত ও সূর্যাস্তের সময়ের পার্থক্য : ১ ঘন্টা ৩৭ মিনিট
টীকা : সূর্যাস্তের সময় চাঁদের এমন মান থাকায় চাঁদ সহজেই দৃশ্যমান হয়।