শুক্রবার ● ১৫ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১২ বিজিবি হরিণা জোন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন
১২ বিজিবি হরিণা জোন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন
বরকল প্রতিনিধি :: (১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৫৪মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার হরিণা জোন এর উদ্যোগে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিরা বিভিন্ন পাহাড়ের টিলা, স্কুল ও মাদ্রাসায় আশ্রয় গ্রহন করেছে। ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি ও নগদ টাকা বিতরণ করা হয়।
অদ্য ১৫ জুন শুক্রবার বিকালে ভূষণছড়া সাব জোন সদর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে এসব পণ্য বিতরণ করেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি।
এ সময় উপস্থিত ছিলেন হরিণা জোন এর মেডিক্যাল অফিসার, সুবেদার মেজর ও ভূষণছড়া সাব জোনের জোন কমান্ডার নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর মন্ডল,স্থানীয় কারবারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ নিতে আসা মো. বাবুল হোসেন (৫৬) ও উৎপল চাকমা (৪৪) বলেন, বন্যার পানি বেশি হওয়ায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সমস্যায় পড়েছে। হরিণা জোন আমাদের ত্রাণ বিতরন করে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনীয়।
ত্রাণ বিতরণ কালে জোন কমান্ডার বলেন, পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ধারাবাহিকতায় এই বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও নগদ টাকা প্রদান করার উদ্যোগ নিয়েছি। হরিণা জোন এর সদরসহ প্রতিটি বিওপি এবং সিআইও ক্যাম্প এর অধিনস্থ এলাকায় প্রতিটি পরিবারকে ত্রাণ প্রদান করা হবে।