শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের ডুয়েট হল খুলবে ২০ ডিসেম্বর
গাজীপুরের ডুয়েট হল খুলবে ২০ ডিসেম্বর
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের ঢাকা প্র্রকৌশল ও প্রযুক্তি (ডুয়েট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল আবাসিক হল আগামী ২০ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় খুলে দেয়া হবে এবং ২৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামের সকল পরীক্ষা শুরু হবে ৷
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর পরীক্ষার সময় সূচী ঘোষণা করবে ৷
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রার এর সমন্বয়ে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ৷
বৃহস্পতিবার ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) মোছাঃ কামরুন নাহার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে এসব তথ্য জানান ৷
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সোমবার বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে অন্ততঃ ৮ জন আহত হয় ৷ আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷ এ ঘটনার পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেন ৷